সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব

ফাইল ছবি/সংগৃহীত

সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

আজ রোববার সংগঠন কর্তৃপক্ষ এ তথ্য জানায়। তারা আরও জানায়, গত ৩ আগস্ট বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) এ প্রস্তাব দেওয়া হয়েছে।

এতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, এক লিটারের বোতল ২০৫ টাকা এবং ৫ লিটারের বোতল ৯৬০ টাকা করার কথা বলা হয়েছে।

ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারী শীর্ষস্থানীয় কোম্পানির এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'টাকার বিপরীতে মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় ভোজ্যতেলের দামের সমন্বয় চাইছেন মিল মালিকরা।'

তিনি আরও বলেন, 'এখন আমাদের এক ডলার কিনতে হচ্ছে ১১১-১১২ টাকায়।'

গত ৯ জুন সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫-৭ টাকা বাড়ায় সরকার। এর এক সপ্তাহ আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছিলেন, বিশ্ববাজারে মূল্য হ্রাস পাওয়ায় শিগগিরই গুরুত্বপূর্ণ রান্না সামগ্রীর দামও কমবে।

এ বছর বোতলজাত সয়াবিন তেল সর্বোচ্চ প্রতি লিটার ২০৫ টাকায় বিক্রি হয়েছিল, যা সম্প্রতি ২ দফায় ২০ টাকা কমিয়েছে তেল কোম্পানিগুলো। এরমধ্যে সর্বশেষ গত ২১ জুলাই লিটারপ্রতি ১৪ টাকা দর কমানো হয়।

বিটিটিসি'র তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ২০ লাখ টন ভোজ্যতেলের চাহিদা আছে। এরমধ্যে প্রায় ১৮ লাখ টন আমদানি হয়।

Comments

The Daily Star  | English

Police disperse protesters with water cannons, sound grenades

The march was headed towards the home ministry to protest yesterday's attack on an indigenous group

1h ago