খুলনা অঞ্চলে ১৪ জেলায় জ্বালানি তেল পরিবহন বন্ধ

ছবি: স্টার

জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন ও ট্যাংক-লরির ভাড়া না বাড়ানোর প্রতিবাদে ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছে খুলনা বিভাগীয় ট্যাংক-লরি ও জ্বালানি মালিক সমিতি।

আজ রোববার সকাল থেকে খুলনার কোনো ডিপো থেকে তেল উত্তোলন ও বিপণন হয়নি।

খুলনা বিভাগীয় ট্যাংক-লরি ও জ্বালানি মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার জন্য খুলনার ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের ৪ জেলায় তেল পরিবহন বন্ধ থাকবে।

জেলাগুলো হলো— বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরা, রাজবাড়ী, শরিয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর।

তারা আরও জানান, তবে এ সময় পাম্প থেকে তেল বিক্রি বন্ধ থাকবে না।

বাংলাদেশ ট্যাংক-লরি ও জ্বালানি মালিক সমিতির মহাসচিব ফরহাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন ।

ছবি: স্টার

তিনি বলেন, 'তেলের দাম বাড়ানো হয়েছে। কিন্তু আমাদের ট্যাংক-লরির ভাড়া বাড়ানো হয়নি। সরকার ভাড়া নির্ধারণ না করে দিলে, আমরা ভাড়া বাড়াতে পারি না। আমাদের এক ট্যাংক-লরি তেল নিয়ে নির্ধারিত পাম্পে যেতে আগের তুলনায় খরচ বেড়েছে।'

আগের তুলনায় তেলের দাম বাড়ানো হলেও, পাম্প মালিকদের কমিশন বাড়ানো হয়নি। এসব দাবিতে আগামীকাল ধর্মঘট আহ্বান করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে ধর্মঘটের ফলে অতিরিক্ত ট্যাংক-লরির চাপে ফিলিং স্টেশন ও ট্যাংক-লরি স্ট্যান্ডে জায়গা না হওয়ায় সেগুলো সড়ক-মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। নগরীর খালিশপুর অঞ্চলের বি আই ডি সি রোড, বিএল কলেজ রোড, নতুন রাস্তার মোড়ে ট্যাংক-লরির দীর্ঘ সারি রয়েছে।

 

Comments

The Daily Star  | English
Medicine and healthcare cost rise in Bangladesh

Drugmakers hiring cross-discipline grads amid biomedicine expansion

Bangladesh’s pharmaceutical industry is undergoing a significant transformation, driven by young talent and innovation, according to pharmaceutical professionals. .The industry is shifting from chemical-based medicines to biomedicines, offering fresh graduates unique opportunities to shap

49m ago