মালিক সমিতির দ্বন্দ্ব: ৪ দিনেও শুরু হয়নি ময়মনসিংহ-সিলেট রুটের বাস চলাচল
নতুন বাস নামানোকে কেন্দ্র করে মালিক সমিতির দ্বন্দ্বে ৪ দিন ধরে ময়মনসিংহ থেকে সিলেটগামী বাস চলাচল বন্ধ আছে। কোনো ঘোষণা ছাড়াই গত ২ আগস্ট থেকে ময়মনসিংহ, নেত্রকোণা ও কিশোরগঞ্জ থেকে সিলেটে বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ৪ দিন ধরে বাস চলছে না অথচ তারা কিছুই জানেন না। আজ সকালে টিকিট কাটতে এসে জানতে পারি বাস চলাচল বন্ধ। সিলেট যাওয়া জরুরি, কিন্তু কোনো উপায় নেই।
জানতে চাইলে ময়মনসিংহ জেলা পরিবহন মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিলেট মালিক সমিতি নেত্রকোণা জেলায় চলাচলের জন্য গত সপ্তাহে দুটি বাস নামায়। কিন্তু, নেত্রকোণা মালিক সমিতি এ বাস দুটি চলাচল করতে দেবে না বলে জানায়। কিশোরগঞ্জ মালিক সমিতিও নেত্রকোণা মালিক সমিতির সঙ্গে একমত পোষণ করে। এতে ক্ষিপ্ত হয়ে সিলেট মালিক সমিতি ময়মনসিংহ-সিলেট সড়কে তাদের সব বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।'
'১ আগস্ট রাতেও ময়মনসিংহ থেকে সিলেটগামী বাসগুলো ছেড়ে যায়। সমস্যা সমাধান না হওয়ায় ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া বেশ কিছু গাড়ি সিলেটে মালিক সমিতি আটকে দেয়। পরে যাত্রী ছাড়াই বাসগুলো সিলেট থেকে ময়মনসিংহে ফেরত আসে। বর্তমানে ময়মনসিংহের কোনো গাড়ি সিলেটে প্রবেশ করতে না দেওয়ায় ময়মনসিংহ থেকে সিলেটগামী সব বাস বন্ধ রাখা হয়েছে,' বলেনি তিনি।
মাহবুবুর রহমান জানান, আজ বিকেলে জেলা পরিবহন মালিক সমিতির বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়েছে। আশা করছি ২-১ দিনের মধ্যে সমস্যার সমাধান হবে।
পরিবহন কর্মচারীরা বলেন, বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা কাউন্টারে এসে টিকিট ফিরত দিয়ে যাচ্ছেন। মালিক সমিতির নেতারা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। কবে নাগাদ চালু হবে সেটি মালিক সমিতি ছাড়া অন্য কেউ জানে না।
সিলেট সড়ক পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক শাহ মোহাম্মদ জিয়াউল কবীর পলাশ বলেন, 'আমরা সমস্যা সমাধানে আলোচনা করছি। আশাকরি শিগগির সমস্যার সমাধান হবে।'
Comments