চলন্ত বাসে ডাকাতি-সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ১

টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ডাকাত দলের এক সদস্য রাজা মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্য রাজা মিয়া। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ডাকাত দলের এক সদস্য রাজা মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইলের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামের হারুন অর রশিদের ছেলে।

তিনি শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন দেওলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন এবং টাঙ্গাইল-ঢাকা রুটের ঝটিকা পরিবহনের একটি বাস চালাতেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার আজ দুপুরে তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, 'ডাকাতির সময় রাজা মিয়া ঈগল পরিবহনের বাসটি চালাচ্ছিলেন। বাসের মূল চালককে বাসের পেছনে বেঁধে রাখা হয়েছিল।'

পুলিশ সুপার আরও বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজা মিয়া ডাকতির ঘটনায় জড়িত বাকিদের তথ্য পুলিশকে দিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।'

মধুপুর থানা সূত্রে জানা গেছে, এই ঘটনায় বাসের এক যাত্রী অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের মামলা করেছেন।

Comments