তাইওয়ানের উপকূলে চীনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
চলমান সামরিক মহড়ার অংশ হিসেবে চীন তাইওয়ানের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম উপকূলে বেশ কিছু ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ডংফেং ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রগুলো স্থানীয় সময় দুপুর ১টা ৫৬ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫৬ মিনিট) নিক্ষেপ করা হয়।
ক্ষেপনাস্ত্রগুলো সাগরে পড়েছে বলেও জানিয়েছে রয়টার্স।
চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) ডংফেং ক্ষেপনাস্ত্র পরিচালণা করে থাকে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা উপযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে।
মন্ত্রণালয় আরও জানায়, তারা চীনের এই অযৌক্তিক কার্যক্রমের তীব্র নিন্দা জানাচ্ছে, যেটি আঞ্চলিক শান্তি ধ্বংস করেছে।
Comments