মোশাররফ করিমকে মূল্যায়ন করা কঠিন: জুঁই

মোশাররফ করিম ও জুঁই । স্টার ফাইল ছবি

রোবেনা রেজা জুঁই, টেলিভিশন নাটকের অন্যতম ব্যস্ত অভিনয়শিল্পী। অভিনয় করেছেন বহু নাটকে। পেয়েছেন দর্শকপ্রিয়তা। বর্তমানে দুটি টেলিভিশন চ্যানেলে তার অভিনীত দুটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। রোবেনা রেজার জুঁইয়ের আরেকটি পরিচয় হলো, তিনি দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা মোশারররফ করিমের স্ত্রী। 

স্বামী-স্ত্রী একইসঙ্গে অভিনয় করেছেন বেশ কিছু নাটকে। জুঁই দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন  তার অভিনয় ও ব্যক্তিগত জীবনের অনেক কথা। 

দীর্ঘ দিন ধরে অভিনয় করছেন, অভিনয়টাকে আপনি কীভাবে দেখেন?

মোশাররফ করিম ও জুঁই । স্টার ফাইল ছবি

জুঁই: আমি যেটা ফিল করি তা হচ্ছে, আমি যা না, সেটা করে দেখাতে হয়। অর্থাৎ আমি অন্য একজন মানুষের চরিত্রে রূপদান করি। অন্য একজন মানুষের চরিত্রে ঢুকে দর্শকদের সামনে উপস্থিত হই। এক জীবনে অনেক জীবন দেখি। অভিনয়টাকে এভাবেই দেখি। আমি এটা এনজয় করি। একজন শিল্পীর বড় প্রাপ্তি এটাই। তিনি অনেকগুলো মানুষের জীবন দেখাতে পারেন। এটা ভালো লাগে। আর অন্যভাবে যদি বলি, তাহলে বলব অভিনয় আমার কাছে খুব ভালোবাসারও।

অনেক চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু করা হয়ে উঠেনি এমন চরিত্র আছে?

জুঁই: আছে। গ্রামীণ গল্পের অনেক নাটক করেছি। কিন্ত সাহিত্যনির্ভর চরিত্রে কাজ কম করেছি। এই অপূর্ণতা আছে। মুক্তিযুদ্ধের কাজ করেছি। শিল্পীর ক্ষুধা কখনো মেটে না। শিল্পীর ক্ষুধা থেকেই যায়। তারপরও একটি করে নতুন চরিত্র করি আর অভিনয়জীবনকে উপভোগ করি। এটাও মন্দ নয়।

রোরেনা রেজা জুঁই । স্টার ফাইল ছবি

শোবিজে এসে বড় প্রাপ্তি কী?

জুঁই: এক কথায় বলতে গেলে মানুষের ভালোবাসা। মানুষ আমাকে একজন অভিনয়শিল্পী হিসেবে চেনেন, ভালোবাসেন এটাই অনেক। আমার কাছে এটা বড় পাওয়া। যদিও অভিনয় করি শিল্পের জায়গা থেকে। কিন্তু কাজটি করার পর মানুষ যখন সেটা নিয়ে প্রশংসা করে, একটু ভালোবাসা প্রদর্শন করে, তখন কাজের প্রতি আগ্রহটা আরও বেড়ে যায়।

আপনার স্বামী মোশাররফ করিম এদেশের খুব জনপ্রিয় অভিনেতা, তাকে মূল্যায়ন করবেন কীভাবে?

জুঁই: একজন অভিনেত্রী হিসেবে মোশাররফ করিমকে মূল্যায়ন করা খুব কঠিন। অভিনেতা হিসেবে তিনি অনেক বড় মাপের। তার স্ত্রী হিসেবে বা ঘরের মানুষ হিসেবে মূল্যায়ন করতে বললে বলব, সে খুব বেশি স্বাধীনতায় বিশ্বাসী। অভিনয় করছি সেজন্য তার সমর্থন, তার আগ্রহ সবই আছে। সেজন্য মন দিয়ে কাজটি করতে পারছি। বরং অভিনয়টা কীভাবে সুন্দর করে করা যায় তার জন্য সব সময় তিনি পরামর্শ দিয়ে থাকেন। তার সবচেয়ে ভালো দিক হচ্ছে, মানুষ হিসেবে অসাধারণ ভালো মানুষ।

মোশাররফ করিম ও জুঁই । স্টার ফাইল ছবি

আপনি ও মোশাররফ করিম দুজনেই অভিনয় নিয়ে খুব ব্যস্ত, আপনাদের অবসর কাটে কীভাবে?

জুঁই: দেখুন, কোভিডের সময় মোশাররফ করিম তার ক্যারিয়ারে লম্বা অবসর পেয়েছিল। ওই সময় ফিল্ম দেখে, গল্প করে, ইয়োগা করে আমরা অবসর পার
করেছি। এ ছাড়া আমরা একটু অবসর পেলেই কোথাও ঘুরতে যাই। কম সময় হলে দেশের ভেতরে ট্রাভেল করি। একটু বেশি অবসর পেলে ভারতে যাই। দেশের ভেতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেখানে যাই। আমি ও মোশাররফ করিম দুজনে ট্রাভেল খুব পছন্দ করি।

আজ আপনার জন্য একটি বিশেষ দিন?

জুঁই: আজ আমাদের বিবাহবার্ষিকী। দিনটি সত্যি বিশেষ। এমন দিনে মানুষের আশীর্বাদ কামনা করছি। জীবন অনেক সুন্দর। এভাবেই থাকতে চাই।

Comments

The Daily Star  | English
Bangladesh Govt Logo

All 64 DCs protest deputy secy promotion proposal

The Bangladesh Administrative Service Association (Basa) has also issued a statement protesting the proposal

19m ago