তাইওয়ান ছাড়লেন পেলোসি

ন্যান্সি পেলোসি বুধবার বিকেলে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে তাইওয়ান ত্যাগ করেন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসিকে বহনকারী ফ্লাইটটি সোনশান বিমানবন্দর ছেড়েছে। তাইওয়ানে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে সফর শেষ করেছেন পেলোসি।

আজ বুধবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাইওয়ান সফরে ন্যান্সি পেলোসি তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইংওয়েনের সঙ্গে দেখা করেন। তিনি সকালে পেলোসি তাইওয়ান সফরের অংশ হিসেবে তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়ে যান।

এর আগে, চীনের হুমকি উপেক্ষা করে গতকাল যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে অবতরণ করেন। ২৫ বছরের মধ্যে এই প্রথম মার্কিন হাউসের কোনো স্পিকার তাইওয়ান সফর করেন।

তাইওয়ানে পেলোসির ফ্লাইটের অবতরণ তার এশিয়া সফরের সফরসূচিতে তালিকাভুক্ত ছিল না। তবে বিষয়টি কয়েক সপ্তাহ ধরে আলোচনায় ছিল। সম্ভাব্য ভ্রমণ নিয়ে চীন বারবার সতর্ক করেছে এবং পাল্টা কর্মসূচির হুমকিও দিয়েছে।

তাইওয়ানে অবতরণের পরপরই টুইট করেন পেলোসি। তিনি বলেন, তাইওয়ানের ২কোটি ৩০ লাখ মানুষের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংহতি আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ বিশ্ব স্বৈরতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে একটি বেছে নেওয়ার মুখোমুখি হয়েছে।

পেলোসি টুইট করেন, তার প্রতিনিধি দলের এই সফর 'তাইওয়ানের গণতন্ত্রকে সমর্থন করতে যুক্তরাষ্ট্রের অবিচল অঙ্গীকারকে' সম্মান জানায়। তাইওয়ানের নেতৃত্বের সঙ্গে আলোচনা আমাদের অংশীদারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়াসহ আমাদের অভিন্ন স্বার্থকে সমুন্নত করে।

আমাদের তাইওয়ানে এই সফর কংগ্রেসের প্রতিনিধি দলের কয়েকটি সফরের মধ্যে একটি এবং এটি কোনোভাবেই ১৯৭৯ সালের যুক্তরাষ্ট্র-চীনের চুক্তি এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির সঙ্গে সাংঘর্ষিক নয়।

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

1h ago