দুর্নীতির মামলায় জাপা নেতা রুহুল আমিনকে আত্মসমর্পণের নির্দেশ
৩১ বছর আগে দায়ের করা দুর্নীতির মামলায় জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে ২ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ বি এম রুহুল আমিন হাওলাদার বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী থাকাকালে রাষ্ট্রীয় তহবিল থেকে ৩১ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তৎকালীন দুর্নীতি ব্যুরো ১৯৯১ সালের ১৯ নভেম্বর তেজগাঁও থানায় মামলাটি করে।
আজ সোমবার রুহুল আমিন হাওলাদারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া নিম্ন আদালতের আদেশকে চ্যালেঞ্জ করে দুর্নীতি দমন কমিশনের করা রিভিশন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রুহুল আমিন হাওলাদারকে গত বছরের ২১ জানুয়ারি বিচারিক আদালত কেন মামলা থেকে অব্যাহতির আদেশ দিয়েছিলেন এবং কেন তা কেন বাতিল করা হবে না তা জনাতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
Comments