এখন পর্যন্ত নতুন স্যাংশনের তথ্য আমার কাছে নেই: পিটার হাস

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায়, যাতে জনগণের আশা পূরণ হয়।

তিনি বলেন, 'কোনো দলই আমাদের শত্রু নয়। প্রতিটি দলই আমাদের কাছে সমান। আমরা সব রাজনৈতিক দলকে একই চোখে দেখি। আমরা প্রতিটি রাজনৈতিক দলকে নিরপেক্ষভাবে দেখতে চাই।'

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের এবং জাপা চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাসরুর মওলার সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

আজ সোমবার দুপুর ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাসরুরের গুলশানের বাসায় এ বৈঠক হয়।

বৈঠকের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে মাসরুর মাওলা বলেন, 'যেহেতু আমরা প্রতিটি রাজনৈতিক দলকে নিরপেক্ষভাবে দেখি, তাই আমরা জানুয়ারিতে দেশে বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে দেখতে চাই।'

বৈঠকে পিটার হাস আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রধান বিরোধী দলের ভাবনা জানতে চান।

মাসরুর বলেন, 'জবাবে আমরা তাকে বলেছি, বর্তমানে আমরা ৩০০টি নির্বাচনী এলাকায় অংশগ্রহণের কথা ভাবছি। আমরা অন্য কোনো বিকল্প ভাবছি না। কারণ এই বিষয়ে এখনো সময় আছে।'

তিনি আরও বলেন, 'মার্কিন রাষ্ট্রদূতকে বলেছি, আমরা যেমন রাজপথে মিছিল পছন্দ করি না, তেমনি আমরা বুঝি সংলাপের মাধ্যমে দেশে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন হওয়া উচিত।'

মাসরুর মাওলা জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে আরও স্যাংশন আসছে কি না, এমন প্রশ্নের জবাবে বৈঠকে পিটার হাস বলেছেন, 'এখন পর্যন্ত এমন কোনো তথ্য আমার কাছে নেই।'

Comments

The Daily Star  | English

Climate finance: $250b a year needed

COP29 draft deal says rich nations should pay the amount to fight climate change

55m ago