মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মানিকগঞ্জের ঘিওর উপজেলার রাথুরা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল রানা (৩২) নামের এক যুবক মারা গেছেন।
আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, আজ বিকেল ৩টার দিকে নিজ বাড়িতে পানির মোটরের লাইনের কাজ করছিলেন সোহেল রানা। এ সময় মোটরের বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। দ্রুত তাকে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Comments