ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
আজ শনিবার সকালে ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মরিয়ম নামে এক নারী ও তার মেয়ে তাসলিমার মৃত্যু হয়েছে | ছবি: সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল ৬টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে গোবরাপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের স্ত্রী মরিয়ম (৬৫) ও তার মেয়ে তাসলিমা (৩২) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন। বিস্তারিত তথ্য জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, টিউবওয়েলে পানি আনতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন তাসলিমা। মেয়েকে বাঁচাতে গিয়ে মরিয়মও স্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।

Comments