কাপ্তাইয়ে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
রাঙামাটির কাপ্তাইয়ে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাপ্তাই ইউনিয়নের চৌধুরীছড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, 'বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের চৌধুরীছড়া এলাকায় সন্ত্রাসীদের একটি গ্রুপ নিরাপত্তাবাহিনীর ওপর গুলিবর্ষণ করে। এ সময় নিরাপত্তাবাহিনীও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে একজন মারা যান।'
নিহত ব্যক্তির নাম নিখিল কুমার দাস (৩৫)। তিনি কাপ্তাই প্রজেক্ট এলাকার মৃদুল কুমার দাসের ছেলে।
পুলিশ নিহত ব্যক্তিকে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কর্মী হিসেবে জানালেও জেএসএসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনাটির বিষয়ে অবগত নয় বলে জানায়।
কাপ্তাই সার্কলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব দ্য ডেইলি স্টারকে জানান, সকালে কাপ্তাই ইউনিয়নের চৌধুরীছড়া এলাকায় গোলাগুলির ঘটনায় জেএসএসের এক কর্মী মারা গেছেন। বিকেলে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
Comments