পুলিশে নিয়োগে ছাত্রলীগের জন্য তদবিরের সুযোগ চান এমপি জোহরা আলাউদ্দিন

আসাদুজ্জামান খান
মৌলভীবাজার পুলিশ লাইনসে মতবিনিময় সভায় বক্তব্য দেন এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন। প্রধান অতিথি হিসেবে মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি: ভিডিও থেকে নেওয়া

পুলিশে ছাত্রলীগের নেতা-কর্মীদের চাকরির জন্য তদবিরের সুযোগ চেয়েছেন মৌলভীবাজার-হবিগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।

আজ বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশের নারী ব্যারাকের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। পরে পুলিশ লাইনসে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। ওই সভায় বিশেষ অতিথির বক্তব্যে সৈয়দা জোহরা আলাউদ্দিন এই দাবি তোলেন।

তিনি বলেন, 'বিএনপি ছাত্রদলের ৫ হাজার ক্যাডারকে পুলিশে চাকরি দিয়েছে। আমাদের ছাত্রলীগের যারা আছেন, তারা চাকরি পান না। এই ছেলেরা কি চাকরি পাওয়ার জন্য এত‌ই অযোগ্য। এই ছেলেদের জন্য আমরা এমপি হয়েও অনুরোধ করার সুযোগ পাই না। মন্ত্রী যদি আমাদের সুযোগ দেন, লিখিত পরীক্ষায় পাস করার পর ভাইভায় যাতে আমরা তদবির করতে পারি। তাহলে আমাদের ছেলে-মেয়েরা কিছুটা হলেও চাকরি পাবে। আমার এই মিনতি, এই আরজি।'

Comments

The Daily Star  | English

Interim govt not taking action following white paper: Economists

The makers of the white paper criticised the government for increasing value-added tax

33m ago