এমটিভি মিউজিক অ্যাওয়ার্ডসের ৪ বিভাগে মনোনয়ন পেয়েছে বিটিএস

কে-পপ ব্যান্ড বিটিএস। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার সুপারব্যান্ড বিটিএস চলতি বছরের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের ৪টি বিভাগে মনোনয়ন পেয়েছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।

৪টি বিভাগ হলো- সেরা কে-পপ, সেরা কোরিওগ্রাফি, সেরা মেটাভার্স পারফরম্যান্স এবং সেরা ভিজ্যুয়াল ইফেক্টস।

কোরিয়া হেরাল্ড বলছে, গত ৩ বছর ধরে এমটিভি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যান্ডটি পুরস্কৃত হচ্ছে। এটি ২০১৯ সালে দুটি পুরষ্কার জিতেছে এবং ২০২০ সালে ৪টি পুরস্কর জিতে। গত বছর তারা গ্রুপ অব দ্য ইয়ারসহ ৩টি ট্রফি জিতেছিল।

সেরা কে-পপ বিভাগে বিটিএসের ২০২২ সাল প্রকাশিত প্রুফ অ্যালবামের 'ইয়েট টু কাম' আরও ৪টি কোরিয়ান ব্যান্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। এগুলো হলো- আইটিজেডওয়াই, লিসা, সেভেনটিন এবং টুইস।

বিটিএসের তৃতীয় ইংরেজি একক 'পারমিশন টু ডান্স' সেরা কোরিওগ্রাফি বিভাগে দোজা কাটের 'ওম্যান', এফকেএ টুউইগস ফিচারিং দ্য উইকেন্ডের 'টিয়ারস ইন দ্য ক্লাব' এবং হ্যারি স্টাইলসের 'এজ ইট ওয়াজ' এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

কে-পপ বয় গ্রুপ সেভেনটিন এ বছরের এমটিভি পুরস্কারের সেরা নতুন শিল্পী, সেরা কে-পপ এবং পুশ পারফরমেন্স অব দ্য ইয়ারের জন্য তিনটি মনোনয়ন পেয়েছে।

২০২২ সালের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে আগামী ২৮ আগস্ট।

https://www.koreaherald.com/view.php?ud=20220727000158&np=1&mp=1

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

3h ago