লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির ৩ দিনের বিক্ষোভ কর্মসূচি

বিএনপি

লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে সারা দেশে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

দলটি আগামী ২৯ ও ৩০ জুলাই ঢাকা উত্তর ও দক্ষিণসহ সব সিটি করপোরেশন এলাকায় এবং ৩১ জুলাই সব জেলা সদরে বিক্ষোভ মিছিল করবে।

গুলশান দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, দলের স্থায়ী কমিটি বিক্ষোভ কর্মসূচির তারিখ নির্ধারণ করেছে। আগামী ২৯ জুলাই ঢাকা উত্তর সিটি ইউনিট এবং পরদিন ঢাকা দক্ষিণ সিটি ইউনিটের কর্মসূচি পালন করবে।

ফখরুল বলেন, দুর্নীতির কারণে জ্বালানি খাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। লোডশেডিংয়ের কারণে মানুষের দুর্ভোগ নতুন উচ্চতায় পৌঁছেছে এবং দেশের শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

Comments

The Daily Star  | English

Dhaka condemns desecration of national flag in Kolkata

Condemns violent protests outside its Deputy High Commission in Kolkata

2h ago