সোহানকে মুশফিকের অভিনন্দন
মূলত নুরুল হাসান সোহানের কাছেই জায়গা হারিয়েছেন মুশফিকুর রহিম। আনুষ্ঠানিকভাবে 'বিশ্রাম' শব্দটি ব্যবহার করা হলেও মাহমুদউল্লাহর মতো মুশফিককেও সরিয়ে টি-টোয়েন্টিতে এগিয়ে যাওয়ার বার্তা দিয়ে ফেলেছে বিসিবি। নতুন এই সিদ্ধান্ত নিয়ে মনের ভেতরে যাই থাকুক, প্রকাশ্যে নতুন অধিনায়ক ও দলকে শুভকামনা জানাতে ভুললেন না অভিজ্ঞ এই ক্রিকেটার।
শুক্রবার বিকেলে টিম ম্যানেজমেন্টের জরুরি সভা শেষে জিম্বাবুয়ে সফরের জন্য নতুন আদলের টি-টোয়েন্টি দল ঘোষণা করে বাংলাদেশ। যে দলে ছুটিতে থাকায় সাকিব আল হাসান না থাকলেও বাকি দুই সিনিয়র মুশফিক ও মাহমুদউল্লাহ মূলত বাদ পড়েছেন।
মাহমুদউল্লাহকে সরিয়ে এক সিরিজের জন্য অধিনায়ক করা হয়েছে সোহানকে। পরের আসর থেকেই অবশ্য সাকিবেরই অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার কথা শোনা যাচ্ছে।
বিসিবির কাছ থেকে টি-টোয়েন্টি নিয়ে নতুন চিন্তা অফিসিয়ালি জেনেছেন মুশফিক। পরে সোহানকে অধিনায়ক করে দল ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন বার্তা দেন মুশফিক, 'জিম্বাবুয়ে সিরিজে সোহান টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ায় তাকে অভিনন্দন। তরুণ দলটির প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করে আসছে সিরিজে তারা খুবই ভালো ফল করবে।'
টি-টোয়েন্টি সংস্করণের শুরু থেকে বাংলাদেশের হয়ে খেলে আসছেন মুশফিক। এ পর্যন্ত ১০০টি টি-টোয়েন্টি খেলে কেবল ১৯.৬৭ গড় আর ১১৫.৩৫ স্ট্রাইকরেটে এক হাজার ৪৯৫ রান তার।
বাকি দুই ফরম্যাটে দলের ভরসা হতে পারলেও টি-টোয়েন্টিতে কখনই ধারাবাহিক হতে পারেননি তিনি। দলের পরিস্থিতি বুঝে মেটাতে পারেননি চাহিদা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই তাই বাদ পড়েছিলেন। আফগানিস্তানের বিপক্ষে আবার ফিরেও এসেছিলেন। তবে শেষ পর্যন্ত আরেকটি বিশ্বকাপের আগে আবার ব্যাকফুটে চলে গেলেন তিনি।
মুশফিককে সরিয়ে কিপার-ব্যাটসম্যান হিসেবে যাকে থিতু করা হচ্ছে সেই সোহানের পরিসংখ্যানও বেশ মলিন। ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে নুরুল হাসান সোহানের গড় ১২.৯০ আর স্ট্রাইকরেট ১১১.৯৮। জিম্বাবুয়ে সিরিজে তার সামনে তাই কঠিন চ্যালেঞ্জ।
Comments