‘মাহমুদউল্লাহ খুব ইতিবাচকভাবে নিয়েছে’

mahmudullah

কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল বড় বদল আসতে যাচ্ছে টি-টোয়েন্টি দলে। অধিনায়কত্ব তো বটেই, দল থেকেই জায়গা হারাতে চলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেটা বাস্তব রূপ নেওয়ার পর গণমাধ্যমে কথা বলেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। দুজনেই জানালেন তাদের নেওয়া সিদ্ধান্তটা বেশ ইতিবাচকভাবেই নিয়েছেন মাহমুদউল্লাহ।

জিম্বাবুয়ে সফরের জন্য ১৬ জনের টি-টোয়েন্টি দলে বিসিবি অধিনায়ক করেছে নুরুল হাসান সোহানকে। উইকেটকিপার এই ব্যাটারের জন্য দলে ঠাঁই হয়নি মুশফিকুর রহিমেরও।

তবে মাহমুদউল্লাহ ও মুশফিকের বেলায় 'বাদ' না বলে 'বিশ্রাম' শব্দটা ব্যবহার করেছে  বিসিবি। যদিও খালেদ মাহমুদদের কথায় স্পষ্ট আভাস তারা এই অভিজ্ঞদের সরিয়ে রেখেই সামনে এগিয়ে যেতে চান।

শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সভায় বসে টিম ম্যানেজমেন্ট। তিন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন, আব্দুর রাজ্জাকের সঙ্গে তাতে ছিলেন  অপারেশন্স চেয়ারম্যান ও টিম ডিরেক্টর। নেতৃত্ব হারানো মাহমুদউল্লাহকেও ডেকে আনা হয়েছিল। শোনা হয় তার কথা।

সভা শেষে বেরিয়ে  জালাল ইউনুস গণমাধ্যমে জানান যে প্রেক্ষিতে তারা আনলেন বদল, 'টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদ আমাদের অধিনায়ক ছিল। কয়েকদিন ধরে আলোচনা চলছিল অধিনায়কত্ব ইস্যু নিয়ে। সম্মানের সঙ্গে আমরা রিয়াদকে ডেকেছিলাম, টি-টোয়েন্টি দল নিয়ে আলাপ করেছি। তার সঙ্গে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবার আমরা একটা নতুন দল পাঠাতে চাচ্ছি জিম্বাবুয়েতে। এর মধ্যে সিনিয়র খেলোয়াড়ও থাকছে না। আসলে দেখার জন্য তাদেরকে (তরুণদের) পাঠানো হচ্ছে।'

খালেদ মাহমুদ জানান তাদের নেওয়া সিদ্ধান্ত ইতিবাচকভাবেই নিয়েছেন মাহমুদউল্লাহ, তবে তার কিছু প্রশ্নের জবাব দিতে হয়েছে তাদের,  'সে খুব ইতিবাচকভাবে নিয়েছে। ওর কিছু প্রশ্ন ছিল, আমরা উত্তর দিয়েছি। ইতিবাচকভাবেই নিয়েছে জিনিসটা।'

দুই অভিজ্ঞের বেলায় বিশ্রাম শব্দটি ব্যবহার করলেও টি-টোয়েন্টিতে ভাল না করাতেই যে বদল তা স্পষ্ট করেছেন অপারেশন্স চেয়ারম্যান,  'এটাকে পরীক্ষামূলক বলছি না, কারণ আমরা তো ভাল করছি না। ভাল করতে পারব কিনা জানি না। কিছু বদল আনার চেষ্টা করছি। ইতিবাচক কিছু পাওয়ার জন্য বদল এনেছি।'

তার সঙ্গে একই কথা যোগ করেন টিম ডিরেক্টর,  'ভালো খেললে পরে ভাল যেত পরীক্ষা নিরীক্ষা। আমরা ত ভাল করছি না। কাজেই নতুন একটা দল চেষ্টা করছি। ওরা তো খেলেছে রিয়াদ, মুশফিক। তরুণদের সুযোগ দিচ্ছি, দেখা যাক তারা কি করে।'

কয়েকদিন আগেই জানা যায়, নিজের বাজে ফর্ম ও দলের টানা হারে নেতৃত্ব হারানোর পাশাপাশি বাদ পড়তে যাচ্ছেন মাহমুদউল্লাহ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভালো করতে হলে বদল আনতেই হবে।'

সেই বদলেরই প্রতিফলন দেখা গেল। সোহান নেতৃত্ব পেলেন কেবল এক সিরিজের জন্য। মূলত ছুটিতে থাকা সাকিব আল হাসান জিম্বাবুয়েতে না যাওয়াতেই তাকে দায়িত্ব দিয়েছে বোর্ড। অগাস্টের শেষে আসন্ন এশিয়া কাপে বাংলাদেশকে সাকিবই যে নেতৃত্ব দিতে যাচ্ছেন তা অনেকটা অনুমিত।

Comments

The Daily Star  | English

Dhaka slams desecration of nat’l flag in Kolkata

The government yesterday strongly condemned the desecration of Bangladesh’s national flag and the burning of Chief Adviser Prof Muhammad Yunus’s effigy in Kolkata as “deplorable acts”.

1h ago