জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক সোহান, নেই মাহমুদউল্লাহ-মুশফিক

Nurul Hasan Sohan
নুরুল হাসান সোহান। ছবি: বিসিবি

মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছিল বেশ কিছুদিন ধরে। বাংলাদেশ দলের সবশেষ ওয়েস্ট সফরে ভরাডুবির পর তাকে ঘিরে চলতে থাকা সমালোচনা আরও জোরালো হয়। শেষ পর্যন্ত তাকে সরে যেতে হলো নেতৃত্ব থেকে। আসন্ন জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে টিম ম্যানেজমেন্টের সভা শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস উইকেটরক্ষক-ব্যাটার সোহানকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সেসময় তার সঙ্গে ছিলেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও তিন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আবদুর রাজ্জাক। তবে পাকাপাকিভাবে নয়, কেবল জিম্বাবুয়ে সফরে অধিনায়ক থাকবেন সোহান। আগামী এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলনেতা পরে বেছে নেবে বিসিবি।

জিম্বাবুয়ে সফর থেকে আগেই ছুটি নিয়েছিলেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার পাশাপাশি আরও দুই অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম থাকছেন না টি-টোয়েন্টি দলে। ব্যাট হাতে বাজে সময় পার করতে থাকা মাহমুদউল্লাহ অধিনায়কত্ব হারানোর পাশাপাশি দলেও জায়গা খুইয়েছেন। পবিত্র হজ পালন করতে ওয়েস্ট ইন্ডিজ সফরে না যাওয়া মুশফিককেও রাখা হয়নি। অর্থাৎ সিনিয়রদের বাইরে রেখে তরুণদের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

গণমাধ্যমের কাছে জালাল বলেছেন, জিম্বাবুয়ে সফরে তরুণদের পরখ করতে দেখতে চায় বিসিবি, 'টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদ আমাদের অধিনায়ক ছিল। কয়েক দিন ধরে আলোচনা চলছিল অধিনায়কত্ব ইস্যু নিয়ে। সম্মানের সঙ্গে আমরা রিয়াদকে ডেকেছিলাম, টি-টোয়েন্টি দল নিয়ে আলাপ করেছি। তার সঙ্গে আলাপ-আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবার আমরা একটা নতুন দল পাঠাতে চাচ্ছি জিম্বাবুয়েতে। এর মধ্যে সিনিয়র খেলোয়াড়ও থাকছে না। আসলে দেখার জন্য তাদেরকে (তরুণদের) পাঠানো হচ্ছে।'

সোহানকে অধিনায়ক করার প্রসঙ্গে তিনি যোগ করেছেন, 'এই দলটাকে সামলানোর জন্য নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব দিচ্ছি। সেটা আমরা আজকে মাহমুদউল্লাহ রিয়াদকে জানিয়ে দিয়েছি। মুশফিকও জানে, সাকিবও জানে। তাদের জায়গায় আমরা নতুন খেলোয়াড় নিয়ে চেষ্টা করছি। এটা শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য দেখতে চাচ্ছি... তাদের ফলাফল, পারফরম্যান্স কী হয়। সেটা দেখার জন্য বলতে পারেন নতুন ব্র্যান্ডের একটা দল যাচ্ছে।'

জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ টি-টোয়েন্টি দল:

মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

Comments

The Daily Star  | English

Fire service & civil defence: High-risk job, low pay

Despite risking their lives constantly in the line of duty, firefighters are deprived of the pay enjoyed by employees of other departments, an analysis of their organograms shows.

6h ago