জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে নেই অভিজ্ঞরা, ফিরলেন মাহমুদ-ইমন
আসন্ন জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নুরুল হাসান সোহানের নেতৃত্বে ঘোষিত স্কোয়াডে নেই অভিজ্ঞ তারকারা। সাকিব আল হাসান এই সফর থেকে ছুটি নিয়েছিলেন আগেই। দলে রাখা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিমকেও। দলে ফিরেছেন ব্যাটার পারভেজ হোসেন ইমন ও পেসার হাসান মাহমুদ।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে টিম ম্যানেজমেন্টের সভা শেষে ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এর আগে মাহমুদউল্লাহর পরিবর্তে জিম্বাবুয়ে সফরে অধিনায়ক হিসেবে উইকেটরক্ষক-ব্যাটার সোহানের নাম ঘোষণা করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তবে পাকাপাকিভাবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়নি। আগামী এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলনেতা পরে বেছে নেবে বিসিবি।
সিনিয়রদের বাইরে রেখে তরুণদের নিয়ে টি-টোয়েন্টি স্কোয়াড সাজিয়েছে বিসিবি। এ প্রসঙ্গে গণমাধ্যমের কাছে জালাল বলেছেন, 'এটা শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য দেখতে চাচ্ছি... তাদের (তরুণদের) ফলাফল, পারফরম্যান্স কী হয়। সেটা দেখার জন্য বলতে পারেন নতুন ব্র্যান্ডের একটা দল যাচ্ছে।'
২০ বছর বয়সী বাঁহাতি ব্যাটার ইমনের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। গত বছর ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছিলেন তিনি। তবে একাদশে সুযোগ মেলেনি তার। অন্যদিকে, ২২ বছর বয়সী ডানহাতি পেসার মাহমুদ বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন। টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে স্কোয়াডও ফেরানো হয়েছে তাকে।
সফরকারী বাংলাদেশ ও স্বাগতিক জিম্বাবুয়ের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু হারারে স্পোর্টস ক্লাব। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুলাই, ৩১ জুলাই ও ২ অগাস্ট।
জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ টি-টোয়েন্টি দল:
মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
Comments