বরিশালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস। ছবি: টিটু দাস/স্টার

বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় ঢাকাগামী একটি বাস ও বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিন উদ্দিন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, চলন্ত অবস্থায় মাইক্রোবাসটির চাকা ফেটে গেলে তা নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী মোল্লা পরিবহনের বাসটির ওপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরও ১ জন।

নিহতরা হলেন- মো. হাসান, রুহুল আমিন, নুরুল ইসলাম, আব্দুর রহমান ও শহীদুল ইসলাম।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ মো. বেলাল হোসেন জানান, গুরুতর আহত ৩ জনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উজিরপুর উপজেলা  নির্বাহী কর্মকর্তা  ফারিয়া  তানজিনের ভাষ্য, মাইক্রোবাসটি গাজীপুর থেকে বরিশালের দিকে আসছিল।

Comments

The Daily Star  | English

Leading univs withdrawing from cluster system

Undergraduate admission tests under the cluster system faces uncertainty for the 2024-25 academic year, as several prominent universities have decided to withdraw and conduct their own admission tests independently. 

7h ago