পটুয়াখালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ২০
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2025/02/07/whatsapp_image_2025-02-07_at_12.48.15_pm.jpeg)
পটুয়াখালীর বাউফলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাউফল পৌর শহরের বাংলাবাজার চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক অন্তর, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রেদোয়ান, বরিশাল মহানগর ছাত্রদলের সদস্য ইলিয়াস ও ছাত্রদল কর্মী কাওসারকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল ফাহাদের নেতৃত্বে ২০-২৫ জন বাংলাবাজার এলাকার চৌমাথায় বিএনপির সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদারের জনসভার পোস্টার লাগাচ্ছিলেন। এসময় কেন্দ্রীয় বিএনপির নেতা এ কে এম ফারুক আহমেদ তালুকদার গ্রুপের নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান ও তার ছেলে একই ইউনিয়নের যুবদলকর্মী সাইফুল ইসলামের নেতৃত্বে ৩০-৩৫ জন লোহার পাইপ, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করেন।
এ ঘটনার প্রতিবাদে সহিদুল আলম তালুকদারের কয়েকশ কর্মী-সমর্থক তাৎক্ষণিক শহরে বিক্ষোভ মিছিল করেন।
এ বিষয়ে নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান বলেন, 'ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ফাহাদের নেতৃত্ব ১০-১২টি মোটরসাইকেল নিয়ে মহড়া দেওয়ার সময় আমার তিন ছেলে সাইফুল, রনি ও সাকিবকে মারধর করা হয়। এসময় হুড়োহুড়ি শুরু হলে তারা মোটরসাইকেল থেকে পরে আহত হতে পারেন।'
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, 'ঘটনা শুনেছি। তবে কেউ অভিযোগ করেননি।'
Comments