ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এখন শুধু ঋষি সুনক ও লিজ ট্রাস

ঋষি সুনক ও লিজ ট্রাস। ছবি: রয়টার্স

বরিস জনসনের পর কে হবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, তা নিয়ে অনেকদিন ধরেই চলছে জল্পনা কল্পনা। কয়েক দফা ভোটে এরইমধ্যে বিদায় নিয়েছেন ৯ প্রার্থী। শেষ লড়াই লড়বেন যে ২ জন, তারা হলেন দেশটির অর্থমন্ত্রী ঋষি সুনাক এবং পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আজ বুধবার তারা ২ জন চূড়ান্ত প্রার্থী নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

কনজারভেটিভ আইনপ্রণেতাদের মধ্যে ঋষি সুনাক সবচেয়ে বেশি ভোট পেয়ে সব রাউন্ডে এগিয়ে ছিলেন। তবে ক্ষমতাসীন দলের প্রায় ২ লাখ সদস্যের লিজ ট্রাসের প্রতি সমর্থন আছেন বলে মনে করা হচ্ছে। এই সদস্যরাই শেষ পর্যন্ত বিজয়ী বেছে নেবেন।

চূড়ান্ত বিজয়ীর নাম ৫ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।

আজ শেষ মুহূর্তে ঋষি সুনাক ও লিজ ট্রাসের সঙ্গে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন পেনি মরডান্টও। তবে ভোটাভুটিতে বাদ পড়ে যান তিনি। ৩৫৭ ভোটের মধ্যে সুনক ১৩৭ ভোট এবং ট্রাস ১১৩ ভোট পেয়ে শেষ লড়াইয়ের চূড়ান্ত প্রার্থী নির্বাচিত হন। মরডান্ট পান ১০৫ ভোট।

Comments

The Daily Star  | English

Bangladeshis worry amid US immigration crackdown

The United States has deported at least 31 Bangladeshis after President Donald Trump took a tough immigration policy.

4h ago