সিইসির ‘তলোয়ার’ নিয়ে দাঁড়ানোর বক্তব্য আত্মঘাতী: টিআইবি

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ

নির্বাচনে কোনো দল তলোয়ার নিয়ে দাঁড়ালে তাদের তলোয়ার বা রাইফেল দিয়ে প্রতিহত করা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল যে বক্তব্য দিয়েছেন তাতে বিস্ময় ও হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

এই বক্তব্য সহিংসতা উস্কে দেওয়ার শামিল বলে মন্তব্য করে টিআইবি বলেছে, সিইসির উচিত অবিলম্বে এমন আত্মঘাতী ও অপরিণামদর্শী বক্তব্য প্রত্যাহার করা।

আজ রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরুর দিনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, 'সব দল সহযোগিতা না করলে আমরা সেখানে ব্যর্থ হয়ে যাব। আপনাদের সমন্বিত প্রয়াস থাকবে, কেউ যদি তলোয়ার নিয়ে দাঁড়ায়, আপনাকে রাইফেল বা আরেকটি তলোয়ার নিয়ে দাঁড়াতে হবে। আপনি যদি দৌড় দেন, তাহলে আমি কী করব?'

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ ব্যাপারে বলেন, সিইসি কাজী হাবিবুল আউয়াল যে তলোয়ারের বিপরীতে তলোয়ার বা রাইফেল ব্যবহারের কথা উল্লেখ করেছেন তা সহিংসতাকেই উসকে দেয়। তার এমন বক্তব্য আত্মঘাতী, অপরিণামদর্শী এবং অগ্রহণযোগ্য। গত কয়েকটি নির্বাচনে পেশী শক্তির ব্যবহার, বুথ দখল এবং জোর করে বাক্স ভরার যে অরাজকতা দেখা গেছে — সিইসির এই বক্তব্য সেটাকেই উৎসাহিত করার নামান্তর।

তিনি বলেন, আমরা আশা করি সিইসি তার বক্তব্যের ব্যাখ্যা দেবেন এবং তলোয়ারের বিপরীতে রাইফেল বা তলোয়ার নিয়ে দাঁড়ানোর পরামর্শটি প্রত্যাহার করে নেবেন।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, সিইসির বক্তব্য থেকে বোঝা যায় নির্বাচনকালীন সহিংসতা বন্ধে উপযুক্ত কৌশল প্রণয়নে কমিশন ব্যর্থ। আমরা আশা করি, কমিশন এ ধরনের সহিংসতা সহায়ক প্রস্তাবের পথ ছেড়ে সম্ভাব্য সহিংসতা বন্ধে কার্যকর কৌশল প্রণয়ন ও বাস্তবায়নে উদ্যোগী হবে।

Comments

The Daily Star  | English

BNP will form national government if elected: Fakhrul

"If we are elected, we will not run the country alone... So, where is the problem? Where is the doubt?" said Fakhrul at a discussion

20m ago