আজ থেকে ‘প্রেম করা নিষেধ’

‘প্রেম করা নিষেধ’ ধারাবাহিক নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

টেলিভিশন চ্যানেল এনটিভিতে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক 'প্রেম করা নিষেধ'।

নাটকটি প্রতি রোববার, সোমবার, মঙ্গলবার ও বুধবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচারিত হবে।

নির্জন মোমিন ও মাহমুদুল হাসানের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন সহিদ-উন-নবী।

এতে অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, মুকিত জাকারিয়া, সাজু খাদেম, ফারুক আহমেদ, সালহা খানম নাদিয়া, মৌসুমী হামিদ, জাহের আলভী, কচি খন্দকার, মুনিরা আক্তার মিঠু, সেমন্তী সৌমি, নূরে আলম নয়ন, শহীদুল্লাহ সবুজ, রুনা খান, ডিকন নূর, মিল্টন, হিমে হাফিজ, নওরীন, দিশা, নাবিলা ও রেশমি জামান।

ছবি: সংগৃহীত

নাটকটির পরিচালক সহিদ-উন-নবী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ থেকে "প্রেম করা নিষেধ" নাটকটির প্রচার শুরু হবে। এর গল্প অনেক মজার। ব্যাচেলরদের জীবনের অনেক অজানা গল্প এতে ওঠে এসেছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।'

নাটকের গল্পে দেখা যাবে—একটি বাড়ির সামনে সাইনবোর্ডে লেখা 'এখানে ফ্যামিলি ভাড়া দেওয়া হয় না। শুধুমাত্র ব্যাচেলররা যোগাযোগ করুন'—এরপর এগুতে থাকে ঘটনাপ্রবাহ।

Comments

The Daily Star  | English
US dollar price rises

Explanations sought from 13 banks for higher dollar rate

BB issued letters on Dec 19 and the deadline for explanation ends today

1h ago