মৌসুমী হামিদের বিয়ের ছবি

মৌসুমী হামিদের বিয়ের ছবি
বরের সঙ্গে মৌসুমী হামিদ। ছবি: সংগৃহীত

অভিনেত্রী মৌসুমী হামিদ আজ শুক্রবার বিয়ে করেছেন। তার বরের নাম আবু সাইয়িদ রানা। আজ দুপুরে তাদের বিয়ে হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন এই অভিনেত্রী। 

মৌসুমী হামিদ গতকাল ডেইলি স্টারকে বলেন, 'বছর দুয়েক আগে গোলাম সোহরাব দোদুল পরিচালিত একটা প্রজেক্টে কাজ করতে গিয়ে আবু সাইয়িদ রানার সঙ্গে পরিচয় হয়। তারপর ভালোলাগা তৈরি হয় "গুটি" সিরিজে কাজ করতে গিয়ে। অবশেষে দুই পরিবারের সম্মতিতে বিয়ে।'

মৌসুমী হামিদের বিয়ের ছবি
ছবি: সংগৃহীত

তার বর আবু সাইয়িদ রানাও শোবিজ অঙ্গনে কাজ করেন। 'রূপকথা নয়' নাটক ও 'গুটি' ওয়েব সিরিজের চিত্রনাট্য লিখেছেন। এই দুটি প্রোডাকশনে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। লেখালেখির পাশাপাশি নির্মাণের সঙ্গেও যুক্ত রানা।

মৌসুমী হামিদ ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারে রানার্স-আপ হয়েছিলেন। তার অভিনীত নাটকের মধ্যে আছে 'লাভ র‍্যাক্টেঙ্গেল' ও 'রেডিও চকলেট'। উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে অনন্য মামুন পরিচালিত 'ব্ল্যাকমেইল', শামিম আহমেদ রনি পরিচালিত 'মেন্টাল', হদি হক পরিচালিত '১৯৭১ সেইসব দিন'। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার তালিকায় আছে 'নয়া মানুষ' ও 'যাপিত জীবন'।

Comments