রাশিয়া যুদ্ধের পরবর্তী পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে: কিয়েভ

খারকিভ অঞ্চলের উত্তর-পূর্ব দিকে অবস্থিত শহর চুহুইভে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা। ছবি: রয়টার্স
খারকিভ অঞ্চলের উত্তর-পূর্ব দিকে অবস্থিত শহর চুহুইভে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা। ছবি: রয়টার্স

ইউক্রেনের সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, শিগগির রাশিয়া তাদের আগ্রাসনের পরবর্তী পর্যায়ের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। কর্মকর্তাটি আরও জানান, তারা (মস্কো) যেসব জায়গায় সামরিক কার্যক্রম পরিচালনা করছে, তার সবগুলোতেই তীব্রতা আরও বাড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। 

আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কিয়েভের দাবি, সাম্প্রতিক দিনগুলোতে রুশ ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় বিভিন্ন শহরে কয়েক ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা বিভাগের মুখপাত্র ভাদিম স্কিবিতস্কি শনিবার বলেন, 'শুধুমাত্র আকাশ ও সমুদ্র থেকে ক্ষেপণাস্ত্র হামলাই নয়। সকল যুদ্ধক্ষেত্রে, বিশেষত ফ্রন্ট লাইনে আমরা ধারাবাহিক বোমা হামলার শিকার হচ্ছি। তারা অস্ত্রসজ্জিত হেলিকপ্টার ও অন্যান্য উড়োজাহাজের সক্রিয় অংশগ্রহণে কৌশলগত হামলা চালাচ্ছে।'

'সমগ্র ফ্রন্টলাইন জুড়ে শত্রু বাহিনীর কার্যক্রম বাড়ছে। নিশ্চিতভাবেই, তারা পরবর্তী পর্যায়ের আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে', যোগ করেন ভাদিম।

ইউক্রেনের সেনাবাহিনী আরও দাবি করেছে, রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলের দনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর স্লোভিয়ানস্কতে হামলা চালানোর জন্য সেনাবাহিনীকে সংঘবদ্ধ করছে।

গত ৩ দিনে নগর অঞ্চলে রাশিয়ার বোমার হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলেই কিয়েভ থেকে দাবি করা হয়েছে।

শুক্রবার রাতে খারকিভ অঞ্চলের উত্তর-পূর্ব দিকে অবস্থিত শহর চুহুইভে রকেট হামলায় একজন ৭০ বছর বয়সী মহিলা সহ ৩ জন নিহত ও আরও ৩ জন আহত হন। আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেহুবভ এ বিষয়টি নিশ্চিত করেন।

খারকিভ অঞ্চলের উত্তর-পূর্ব দিকে অবস্থিত শহর চুহুইভে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা। ছবি: রয়টার্স
খারকিভ অঞ্চলের উত্তর-পূর্ব দিকে অবস্থিত শহর চুহুইভে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা। ছবি: রয়টার্স

দক্ষিণে দিনিপ্রো নদীর তীরে অবস্থিত শহর নিকোপোলে ৫০টি রুশ গ্র্যাড রকেট আঘাত হানে। শহরের গভর্নর ভ্যালেন্টিন রেজনিচেংকো জানান, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ২ ব্যক্তি নিহত হন।

২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিশেষ সামরিক অভিযানের শুরু থেকেই রাশিয়া বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানোর দায় অস্বীকার করে এসেছে।

পুতিনের উত্তরসূরি হিসেবে বিবেচিত রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সামরিক বাহিনীকে তাদের কার্যক্রমের তীব্রতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন, যাতে পূর্ব ইউক্রেন ও রাশিয়ার অধিগ্রহণকৃত অন্যান্য অঞ্চলে ইউক্রেন হামলা করে সুবিধা আদায় করতে না পারে। মন্ত্রণালয়ের এক বিবৃতি মতে, তিনি ধারণা করছেন কিয়েভ এসব এলাকায় বেসামরিক স্থাপনা ও ব্যক্তিদের ওপর হামলা চালাতে পারে।

এর আগে, কিয়েভ দাবি করেছে তারা সাফল্যের সঙ্গে ৩০টি রুশ লজিসটিকস ও গোলাবারুদ সংরক্ষণাগারে হামলা চালিয়েছে। সম্প্রতি পশ্চিমের দেশগুলোর কাছ থেকে পাওয়া রকেট ব্যবহার করে তারা এ হামলা চালায়।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার দাবি করেছে, এই হামলায় রুশ সাপ্লাই লাইনের অপূরণীয় ক্ষতি হয়েছে এবং তাদের আক্রমণ করার সক্ষমতা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।

বিশ্লেষকদের ধারণা, এ সব দাবির উত্তরেই শোইগু উল্লেখিত বিবৃতি দিয়েছেন।

Comments

The Daily Star  | English

Palak admits shutting down internet deliberately on Hasina's order

His testimony was recorded by the International Crime Tribunal's investigation agency following a questioning session held yesterday

2h ago