বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের কালিহাতীতে তার প্রতিষ্ঠিত শাহজাহান সিরাজ কলেজে স্মরণসভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, 'দেশের মহান স্বাধীনতার সংগ্রাম এবং রাজনীতিতে ১৯৭১ এর গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে দেশের স্বাধীনতার ইশতেহার পাঠক শাহজাহান সিরাজ ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক জননেতা।'

কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম আম্বিয়া সিদ্দিকীর সভাপতিত্বে কলেজ মিলনায়তনে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাহজাহান সিরাজের মেয়ে এবং কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

শুক্লা তার বক্তব্যে বলেন, 'শাহজাহান সিরাজ তার সারাজীবন দেশ ও দেশের মানুষের সেবায় কাজ করে গিয়েছেন।'

'আমার বাবার মতো নিবেদিতপ্রাণ জন ও কর্মীবান্ধব নেতা আজ দেশের রাজনীতিতে দুর্লভ,' যোগ করেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজ ১৯৪৩ সালের ১ মার্চ টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলাদেশ লিবারেশন ফোর্সের একজন কমান্ডার। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি পরিবেশ ও বনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২০ সালের ১৪ জুলাই এই নেতা মৃত্যুবরণ করেন।

Comments