শ্রীলঙ্কায় খাদ্য-জ্বালানি সংকট: পুতিনকে দুষলেন জেলেনস্কি
শ্রীলঙ্কায় চলমান খাদ্য সংকটের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
একইসঙ্গে যেসব দেশে খাবার ও জ্বালানি সংকট রয়েছে সেসব দেশেও এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন তিনি।
গতকাল বুধবার ইউক্রেনের সরকারি সংবাদ সংস্থা ইউক্রিনফরমের বরাত দিয়ে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এশিয়ান লিডারশিপ কনফারেন্সে বক্তৃতায় জেলেনস্কি বলেন, প্রতিবেশী ইউক্রেনে পরাশক্তি রাশিয়ার আগ্রাসনের অন্যতম কৌশল হলো বিশ্বব্যাপী 'অর্থনৈতিক সংকট' সৃষ্টি করা।
তার মতে, চলমান রুশ-ইউক্রেন সংঘাতের কারণে খাদ্য ও জ্বালানি সরবরাহে বাধা সৃষ্টি হওয়ায় অনেক দেশে সংকট দেখা দিয়েছে। সেসব দেশে অস্থিরতা দেখা দিয়েছে। এটি রাশিয়াকে লাভবান করছে।
জেলেনস্কি বলেন, 'এটি শুধু আমাদের জন্যই উদ্বেগের বিষয় নয়। শ্রীলঙ্কার ঘটনাপ্রবাহ দেখুন। খাবার ও ওষুধের দাম এতো বেড়ে গেছে যে তা সামাজিক অস্থিরতা সৃষ্টি করেছে। কেউই জানেন না, কবে এই সংকট শেষ হবে।'
'আপনারা জানেন যে, যেসব দেশে খাবার ও জ্বালানি সংকট রয়েছে সেসব দেশেও এমন গণবিক্ষোভ দেখা দিতে পারে,' যোগ করেন জেলেনস্কি।
Comments