ফরিদপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
ফরিদপুরে মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ারা বেগম নিহত হয়েছেন।
আনোয়ার বেগম বাড়ির সামনের সড়কে পাতা ঝাড়ু দিচ্ছিলেন। তখন মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ সোমবার দুপুর ৩টার দিকে সদরের অম্বিকাপুর ইউনিয়নের শোভারামপুর-ঈশান গোপালপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
অম্বিকাপুর ইউনিয়নের ইউপি সদস্য আতিকুর রহমান ওরফে টুটুল জানান, আনোয়ারা আহত হওয়ার পর স্থানীয়রা মোটরসাইকেলটি জব্দ করেছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সমাজ রঞ্জন সরকার বলেন, 'পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করেছে। তবে, মোটরসাইকেলের চালক বা আরোহী কাউকে আটক করা সম্ভব হয়নি।'
Comments