দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুকধারীর গুলিতে নিহত ১৫, আহত ৯

দক্ষিণ আফ্রিকার সোয়েটো শহরের একটি পানশালায় (বারে) বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে ১৫ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। 
ছবি: এপি

দক্ষিণ আফ্রিকার সোয়েটো শহরের একটি পানশালায় (বারে) বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে ১৫ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। 

দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার দিনগত গভীর রাতে রাইফেল ও পিস্তল হাতে বন্দুকধারীরা বারটিতে ঢুকে লোকজনের ওপর এলোপাথাড়ি গুলি চালায়।

জোহানেসবার্গের উপকণ্ঠে অবস্থিত অরল্যান্ডো ইস্ট ট্যাভার্নে প্রবেশ করে এই হামলা চালানো হয়।

পুলিশ আরও জানায়, এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে সোয়েটো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পিটারমারিটজবার্গের একটি সরাইখানায় এলাপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেখানে ৪ জন নিহত ও ৮ জন আহত হন। 

কোয়াজুলু-নাটাল পুলিশের মুখপাত্র নকোবিলে গোয়ালা টেলিফোনে রয়টার্সকে বলেছেন, 'আমরা এই ঘটনাটি নিজে থেকেই তদন্ত করছি। তবে, মনে করি না যে ঘটনাগুলো একটা আরেকটার সঙ্গে সম্পর্কযুক্ত।'
 
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, দুটো ঘটনা একে অপরের সঙ্গে সম্পর্কিত বলে মনে করার কোনো কারণ নেই।

উভয় ক্ষেত্রেই, অজ্ঞাত বন্দুকধারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এবং এখন পলাতক রয়েছেন। কতজন হামলার সঙ্গে জড়িত এবং তাদের উদ্দেশ্য কী সেটা স্পষ্ট নয় বলেও জানায় পুলিশ।

দক্ষিণ আফ্রিকা বিশ্বের সবচেয়ে সহিংস দেশগুলোর মধ্যে একটি। যেখানে প্রতি বছর ২০ হাজার মানুষ খুন হয়। যা বিশ্বব্যাপী সর্বোচ্চ মাথাপিছু হত্যাকাণ্ডের হারগুলোর মধ্যে অন্যতম। 

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

3h ago