ঈদেই পূজা চেরি-রোশানের ‘সাইকো’

সাইকো সিনেমায় পূজা চেরি-রোশান। ছবি: সংগৃহীত

অনন্য মামুন পরিচালিত ঈদের সিনেমা 'সাইকো' আজ মঙ্গলবার রাতেই আনকাট সেন্সর পেয়েছে।

পরিচালক অনন্য মামুন নাম নিজেই দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে অভিনয় করেছেন রোশান, পূজা চেরি, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী প্রমুখ।

ছবি: সংগৃহীত

অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিনেমাটি দেখে দর্শকদের মনে হবে দেশি গল্পের বিদেশি সিনেমা। আমার ইচ্ছা সিনেমাটি ৬০টি হলে মুক্তি দেওয়ার।'

'মানুষ ঈদে সিনেমাটি দেখবেন, কারণ এটি নাচ-গান-অ্যাকশনে ভরপুর। দর্শকরা ঈদে এ ধরনের সিনেমা বেশি পছন্দ করেন,' যোগ করেন তিনি।

সিনেমাটির নির্মাণ ব্যয় ২ কোটি টাকার বেশি বলে জানান তিনি।

ইতোমধ্যে 'সাইকো' সিনেমার ২টি গান, ট্রেলার ও টিজার প্রকাশিত হয়েছে।

Comments