গায়ে আগুন দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা: হেনোলাক্স মালিক নুরুল আমিন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের শরীরে আগুন দিয়ে ব্যবসায়ী গাজী আনিসের আত্মহত্যার ঘটনায় করা মামলায় আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ ভোরে গাজী আনিসের মৃত্যুর পর দুপুরে তার ভাই গাজী নজরুল ইসলাম আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শাহবাগ থানায় হেনোলাক্স গ্রুপের (আমিন ম্যানুফাকচারিং কোম্পানি) মালিক নুরুল আমিনকে আসামি করে মামলা করেন।

র‍্যাব জানায়, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আমিন ম্যানুফ্যাকচারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন ও পরিচালক ফাতেমা আমিনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার বিকেল ৫টার দিকে জাতীয় প্রেসক্লাব চত্বরে নিজের শরীরে আগুন দেন গাজী আনিস। দগ্ধ অবস্থায় তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

9m ago