গায়ে আগুন দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা: হেনোলাক্স মালিকের বিরুদ্ধে মামলা
রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের শরীরে আগুন দিয়ে ব্যবসায়ী মো. আনিসুর রহমান ওরফে গাজী আনিসের (৫০) আত্মহত্যার ঘটনায় একটি মামলা করেছেন তার ভাই গাজী নজরুল ইসলাম।
শাহবাগ থানার এএসআই আবুল কালাম আজ সোমবার বিকেলে দ্য ডেইলি স্টারকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই ব্যবসায়ীর ভাই গাজী নজরুল ইসলাম আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দুপুরে শাহবাগ থানায় একটি মামলা করেছেন।
মামলায় হেনোলাক্স গ্রুপের মালিক নুরুল আমিনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই গোলাম হোসেন খান ডেইলি স্টারকে বলেন, 'মামলার তদন্ত চলছে। আমরা আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছি।'
এর আগে গতকাল সোমবার বিকেল ৫টার দিকে জাতীয় প্রেসক্লাব চত্বরে নিজের শরীরে আগুন দেন গাজী আনিস। দগ্ধ অবস্থায় তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।
তার ভাই গাজী নজরুল গতকাল ডেইলি স্টারকে বলেছিলেন, 'আমার ভাই একটি কোম্পানিতে ১ কোটি ২৬ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। কোম্পানির সঙ্গে তার বিরোধ হওয়ায় টাকা তুলে নিয়ে তার কুষ্টিয়ায় ফিরে যাওয়ার কথা ছিল।'
Comments