প্রেসক্লাবের সামনে গায়ে আগুন দেওয়া ব্যবসায়ী গাজী আনিস মারা গেছেন

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের শরীরে আগুন দেওয়া ব্যবসায়ী মো. আনিসুর রহমান ওরফে গাজী আনিস (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তিনি মারা যান।

বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'গাজী আনিসের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। গতকাল রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।'

গতকাল সোমবার বিকাল ৫টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গাজী আনিস। পুলিশ তাকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে।

ধারণা করা হচ্ছে, হতাশা থেকে তিনি নিজের শরীরে আগুন দিয়েছিলেন।

গাজী আনিছের বড় ভাই গাজী নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার ভাই একটি কোম্পানিতে ১ কোটি ২৬ লাখ টাকা বিনিয়োগ করেছিল। কোম্পানির সঙ্গে তার বিরোধ তৈরি হওয়ায় টাকা তুলে নিয়ে কাল তার কুষ্টিয়ায় ফিরে যাওয়ার কথা ছিল। বিকেলে হাসপাতাল থেকে একজন ফোন করে জানায় আনিছ তার গায়ে আগুন দিয়েছে।'

Comments