ওটিটি, নাটকের নির্বাহী প্রযোজক রূহান মারা গেছেন

মাসুদুল মাহমুদ রূহান। ছবি: সংগৃহীত
মাসুদুল মাহমুদ রূহান। ছবি: সংগৃহীত

ওটিটি ও নাটকের তরুণ নির্বাহী প্রযোজক মাসুদুল মাহমুদ রূহান মারা গেছেন।

গতকাল বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

রূহানের মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে  নিশ্চিত করেন পরিচালক ভিকি জাহেদ।

রূহানের মরদেহ উদ্ধারকারী হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) সংবাদমাধ্যমকে জানান, গত এক মাস আগে স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয় রূহানের। তবে এর আগে থেকেই পূর্ব রায়েরবাজারের ওই মেসে থাকতে শুরু করেন রূহান। গত দু মাস যাবত তিনি সেখানে বাস করছেন।

চলচ্চিত্রের শুটিংয়ের কারণে দেশের বিভিন্ন জায়গায় তার আসাযাওয়া ছিল। যখন ঢাকায় ফিরতেন, তখন ওই মেসে গিয়ে থাকতেন। তার রুমমেট বুধবার রাত ১১টার দিকে মেসে ফিরে দেখেন ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন রূহান। সঙ্গে সঙ্গে তিনি আশপাশের লোকজনকে ডেকে আনেন। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের উপপরিদর্শক আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, স্ত্রীর সাথে বিচ্ছেদ এবং পারিবারিক বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

তবুও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

ওটিটি ও নাটকের মধ্যে 'রেডরাম', 'পুনর্জন্ম', 'চম্পা হাউজ', 'শুক্লপক্ষ', 'দ্য সাইলেন্স', 'আরারাত' এর নির্বাহী প্রযোজক ছিলেন তিনি।

 

Comments

The Daily Star  | English

Protesters call off demo near home adviser’s residence

Demonstrators alleged that he failed to prevent attacks on students in Noakhali's Hatiya

1h ago