বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে: ১০ টোল বুথের ৮টি চালু, যান চলাচল স্বাভাবিক

ভাঙ্গার বগাইল টোল প্লাজায় ১০টি বুথের মধ্যে ৮টি সচল রয়েছে। ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) টোল আদায়ে ধীরগতি অনেকটাই কমে এসেছে। ভাঙ্গার বগাইল টোল প্লাজায় ১০টি বুথের মধ্যে ৮টি সচল থাকায় বর্তমানে মহাসড়কে কোনো যানজট নেই।

আজ শনিবার টোলপ্লাজার ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আবু হোসেন জাকারিয়া দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গতকাল ১০টি টোল বুথের মধ্যে ৭টি চালু ছিল। আজ ৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। এখন মহাসড়কে কোনো যানজট নেই।'

আবু হোসেন জাকারিয়া আরও বলেন, 'গত ২৪ ঘণ্টায় এই টোল প্লাজায় মোট টোল আদায় হয়েছে ২৪ লাখ ৪ হাজার ৬৪০ টাকা।'

ছবি: সংগৃহীত

গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজার নজরুল ইসলাম ডেইলি স্টারকে জানান, তিনি আজ ভোর সাড়ে ৫টার দিকে ফরিদপুর থেকে রওনা দিয়ে সকাল ৭টা ৫ মিনিটে ঢাকার কদমতলীতে পৌঁছেছেন। আবার সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকা থেকে রওনা দিয়ে সকাল ১০টা ১৫ মিনিটে ফরিদপুরে এসেছেন। আজ মহাসড়কে কোনো যানজট নেই।

টোল আদায়ের দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী ৫৫ কিলোমিটার এই এক্সপ্রেসওয়ের নাম দেওয়া হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে। পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিরা এলাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ২৩ কিলোমিটার মহাসড়ক ব্যবহার করলে প্রতিটি বড় বাসকে দিতে হবে ২০০ টাকা, মিনিবাস ১১০ টাকা, মাইক্রোবাস ৯০ টাকা, প্রাইভেটকার ৫৫ টাকা ও মোটরবাইক ১০ টাকা। এ ছাড়া, ট্রাকের ক্ষেত্রে ট্রেইলার ট্রাককে (সবচেয়ে বড় ট্রাক) টোল দিতে হবে ৬৭৫ টাকা, ভারী ট্রাকের ক্ষেত্রে ৪৪০ টাকা এবং মাঝারী আকারের ট্রাকের ক্ষেত্রে ২২০ টাকা।

Comments

The Daily Star  | English
Anti-Discrimination Students Movement

Students to launch political party by next February

Anti-Discrimination Student Movement and Jatiya Nagorik Committee will jointly lead the process

9h ago