শিক্ষক হত্যা: হাজী ইউনুছ আলী কলেজের নতুন কমিটি গঠন স্থগিত

শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার পর সাভারের আশুলিয়ার ‍হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির এডহক কমিটি গঠন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
ছবি: সংগৃহীত

শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার পর সাভারের আশুলিয়ার ‍হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির এডহক কমিটি গঠন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যানের নির্দেশে কলেজ পরিদর্শকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'গত বছরের ১৪ আগস্ট ইউনুছ আলী কলেজের নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে এডহক কমিটি করার অনুমতির আবেদনটি প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরিদর্শন কর্মকর্তার মতামতের ভিত্তিতে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হলো।'

জানতে চাইলে হাজী ইউনুছ আলী কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, 'বিষয়টি আমার জানা নেই। তবে আমাদের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল অনেক আগেই। করোনার কারণে নতুন কমিটিও গঠন করা হয়নি। সেজন্য নিয়ম অনুযায়ী এডহক কমিটি গঠনের জন্য শিক্ষা বোর্ডে আবেদন পাঠানো হয়েছিল। সে আবেদন হয়তো স্থগিত রাখা হতে পারে।'

পরবর্তীতে বোর্ড থেকে অন্য কোনো প্রক্রিয়ায় বা নির্দেশে কমিটি গঠনের অনুমতি দেওয়া হলে সেই নির্দেশনা অনুযায়ী তারা কমিটি গঠন করবেন বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Bangladeshi expatriates in Lebanon urged to stay safe amid escalating conflict

Bangladesh Embassy in Lebanon has requested Bangladeshi expatriates living in that country to stay safe amid an ongoing war situation there

59m ago