পদ্মা সেতুর নাট-বল্টু খুলে নেওয়া যুবকের বাড়িতে দুর্বৃত্তের হামলা

ছবি: ভিডিও থেকে নেওয়া

পদ্মা সেতুর নাট-বল্টু খোলার অভিযোগে গ্রেপ্তার বায়েজিদ তালহার (৩০) পটুয়াখালীর গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।

আজ সোমবার বিকেলে জেলা সদরের লাউকাঠি ইউনিয়নের তেলিখালী গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে ৮-৯টি মোটরসাইকেলযোগে ২০-২৫ জন অজ্ঞাতপরিচয়  সন্ত্রাসী ওই বাড়িতে গিয়ে লাঠিসোটা দিয়ে এসে হামলা চালায়।

ঘটনার সময় ঘরে ছিলেন বায়েজিদের ভাবী হাদিসা বেগম। তিনি দ্য ডেইলি স্টারকে জানান, সন্ত্রাসীরা রামদা, দা, কুড়াল দিয়ে ঘরের টিনের বেড়ায় ভাঙচুর চালায়। তারা ঘরে ঢুকে জিনিসপত্র তছনছ করে।

এ সময় তিনি পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেন।

হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ছবি: সংগৃহীত

হাদিসার স্বামী পটুয়াখালী ফায়ার সার্ভিস অফিসে কর্মরত মো. সোহাগ মৃধা ঘটনার সময় ঢাকায় অবস্থান করছেন।

প্রতিবেশী জাহেদা আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, 'হট্টগোলের শব্দ শুনে আমরা সেখানে গিয়ে দেখি ২০-২৫ জন হামলাকারী ঘরে ভাঙচুর চালাচ্ছে। তারা সোহাগের মোটরসাইকেলটিও ভাঙচুর করে।'

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান ডেইলি স্টারকে জানান, খবর পেয়ে স্থানীয় চৌকিদারকে ওই বাড়িতে পাঠানো হয়েছে।

হামলাকারীরা সবাই অপরিচিত বলে উল্লেখ করেন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে যান পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক (এসআই) ছলিমুর রহমান।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরের আলামত পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

স্থানীয়রা জানান, পরিবারে ৩ ভাইয়ের মধ্যে বায়েজিদ সবার ছোট। মা-বাবা তাদের বড় ছেলের সঙ্গে ঢাকায় থাকেন।

বায়েজিদ ৫-৬ বছর ধরে ঢাকায় লেখাপড়া করছেন।

তবে তিনি কোথায় লেখাপড়া করেন সে বিষয়ে কেউ কোনো তথ্য দিতে পারেনি।

Comments

The Daily Star  | English

Israel says truce with Hamas begins, after delay

During the delay, Gaza's civil defence agency said Israeli strikes killed eight people.

3h ago