পদ্মা সেতুর নাট-বল্টু খুলে আরেক যুবকের ভিডিও ধারণ

ছবি ভিডিও থেকে নেওয়া

পদ্মা সেতুর রেলিং থেকে আরও এক যুবকের নাট-বল্টু খোলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, তিনি সেতুর রেলিং থেকে নাট ও বল্টু খুলছেন আবার লাগিয়ে দিচ্ছেন।

ওই ভিডিওটি অনেকেই ফেসবুকে শেয়ার ও পোস্ট করে ওই যুবকসহ এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

এর আগে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বায়েজিদ তালহা নামে এক যুবককে গ্রেপ্তার করে। তাকে সেতুর রেলিং থেকে নাট-বল্টু খুলে টিকটক ভিডিও বানাতে দেখা গিয়েছিল।

Comments

The Daily Star  | English

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

1h ago