নরওয়েতে নাইটক্লাবে বন্দুক হামলায় নিহত ২, আহত ১৪

বন্দুক হামলার ঘটনাস্থলে নিরাপত্তা কর্মীরা অবস্থান নেন। ছবি: রয়টার্স
বন্দুক হামলার ঘটনাস্থলে নিরাপত্তা কর্মীরা অবস্থান নেন। ছবি: রয়টার্স

নরওয়ের রাজধানী ওসলোতে এক নাইটক্লাব ও নিকটবর্তী রাস্তায় বন্দুক হামলায় ২ ব্যক্তি নিহত ও আরও ১৪ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ ওসলো পুলিশের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

আজ দিবাগত রাত ১ টায় (স্থানীয় সময়) সমকামীদের জন্য নির্দিষ্ট করা একটি বারসহ ৩টি ভিন্ন জায়গায় বন্দুক হামলা ঘটে। ঘটনাস্থল থেকে একজন সন্দেহভাজন ব্যক্তি ও ২টি অস্ত্র আটক করা হয়েছে।

পুলিশের ধারণা, আটককৃত ব্যক্তি একাই হামলার ঘটনাগুলোর জন্য দায়ী। তবে এখনও এ হামলার কারণ জানা যায়নি।

লন্ডন পাব, হের নিলসেন জ্যাজ ক্লাব ও একটি টেকএওয়ে খাবারের দোকানের সামনে বন্দুক হামলা হয়।

স্থানীয় সাংবাদিক ওলাভ রেনেবার্গ বলেন, 'আমি দেখলাম একজন মানুষ একটি ব্যাগ নিয়ে সেখানে আসলেন। তারপর তিনি একটি বন্দুক বের করে গুলি ছুড়তে শুরু করলেন।'

একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদপত্র ভের্দান্স গ্যাংকে জানান, বন্দুকধারী ব্যক্তি বুঝেশুনে তার লক্ষ্যবস্তু নির্ধারণ করে গুলি করছিলেন।

'যখন আমি বুঝলাম পরিস্থিতি খুবই গুরুতর, তখন আমি দৌড় দিলাম। একজন মানুষ নিথর হয়ে মাটিতে পড়ে ছিলেন। তার সারা শরীর রক্তে মাখা ছিল', যোগ করেন তিনি।

ওসলোতে আজ শনিবার সমকামীদের বিশেষ সমাবেশ 'বার্ষিক প্রাইড প্যারেড' অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নরওয়ের জাস্টিস মিনিস্টার এমিলি ইংগার মেল জানান, এ ঘটনা পুরো দেশকে নাড়া দিয়েছে।

তিনি বলেন, 'নরওয়ে হচ্ছে এমন একটি সম্প্রদায়, যেখানে সবাই সবাইকে বিশ্বাস করে এবং শনিবার রাতে বাসা থেকে বের হলে সবার নিরাপদ বোধ করা উচিৎ।'

 

Comments

The Daily Star  | English
rickshaws banned on Dhaka's main roads

Rickshaws no longer allowed on main roads: DNCC

More than 100 illegal battery-powered rickshaws were seized during the joint operation

2h ago