নরওয়েতে তীর মেরে ৫ জনকে হত্যা, যুবক গ্রেপ্তার

ছবি: রয়টার্স

নরওয়ের রাজধানী অসলো থেকে ৮৫ কিলোমিটার দূরে কংসবার্গ শহরে তীর মেরে ৫ জনকে হত্যা ও ২ জনকে আহত করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে নরওয়ে পুলিশ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গতকাল বুধবার বিকেলে কংসবার্গ শহরে বসবাসকারী ১ ডেনিশ নাগরিককে পুলিশ গ্রেপ্তার করে পার্শ্ববর্তী দ্রামমেন শহরে নিয়ে গেছে।

দ্রামমেন কাউন্টির পুলিশ প্রধান ওয়েভিন্দ আস গণমাধ্যমকে বলেন, 'আমরা একে সন্ত্রাসী হামলা বলার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছি না।'

গ্রেপ্তারকৃত যুবককে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি বলেও জানান তিনি।

এ হত্যাকাণ্ডকে 'জঘন্য-নির্মম' আখ্যা দিয়ে অসলোয় সংবাদ সম্মেলনে দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ বলেন, 'এ ঘটনা আমাদের সবাইকে ব্যথিত করেছে।'

তিনি 'প্রয়োজনীয় সব ব্যবস্থা' নেওয়ার আশ্বাস দেন।

Comments

The Daily Star  | English

Titumir college: Govt will not take any hasty decision

Education adviser says declaring a college as university is not logical demand

10m ago