রাশিয়া ২ লাখ মে. টন গম রপ্তানির প্রস্তাব দিয়েছে: খাদ্যমন্ত্রী
রাশিয়া ইতোমধ্যে বাংলাদেশকে দুই লাখ মেট্রিক টন গম রপ্তানির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শফিউল ইসলামের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, 'ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিভিন্ন খাদ্যপণ্যের পাশাপাশি গম ও আটার দাম বেড়ে যাওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় গম আমদানির জন্য বিভিন্ন রপ্তানিকারক দেশের সঙ্গে যোগাযোগ করেছে।'
'রাশিয়া ইতোমধ্যে বাংলাদেশকে দুই লাখ মেট্রিক টন গম রপ্তানির প্রস্তাব দিয়েছে। এছাড়া সরকারি ও বেসরকারি পর্যায়ে ভারত থেকে গম আমদানির জন্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানো হয়েছে,' যোগ করেন তিনি।
আওয়ামী লীগ দলীয় সদস্য আলী আজমের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, 'চাহিদা অনুযায়ী দেশে খাদ্যশস্যের ঘাটতি নেই।'
Comments