শিমুলিয়া-মাঝিরঘাট ফেরি চলাচল বন্ধ
পদ্মায় তীব্র স্রোতের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের মাঝিরঘাট নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিটিসি।
রোববার রাত সাড়ে ৯টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়।
বিআইডব্লিটিসি বাংলাবাজার ও মাঝিরঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ রাত ১১টার দিকে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'বর্ষা মৌসুম হওয়ায় পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে। এর ধারাবাহিকতায় স্বাভাবিকভাবেই পদ্মায় তীব্র স্রোত দেখা দিয়েছে। তীব্র স্রোতের কারণে ফেরি চালাতে হিমশিম খেতে হচ্ছে চালকদের।'
'এর মধ্যে জাজিরার টার্নিং পয়েন্টে রোববার ভোরে বেগম রোকেয়া ও সুফিয়া কামাল ফেরির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পদ্মার স্রোতের তীব্রতা ফেরি সংঘর্ষের একটি অন্যতম কারণ। তাই আর কোনো দুর্ঘটনা যেন না ঘটে, তাই বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে,' বলেন তিনি।
Comments