পাবনায় পদ্মা থেকে অবৈধভাবে বালু উত্তোলন, কারাগারে ৬

অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ২টি ড্রেজার ও ২টি বাল্কহেড জব্দ করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

পাবনার সুজানগরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ২টি ড্রেজার ও ২টি বাল্কহেড জব্দ করা হয়। 

গ্রেপ্তার ৬ জন হলেন- আল আমিন, মো. পান্নামির, সাহেব আলি, মো. শফিক সরদার, মো. নয়ন খান ও সোহেল রানা।  

তাদের আদালতের মাধ্যমে আজ শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। 

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান দ্য ডেইলি স্টারকে জানান, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় সুজানগর উপজেলার নাজিরগঞ্জে অভিযান চালায় এবং ৬ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ২টি ড্রেজার ও ২টি বাল্কহেড জব্দ করা হয়। ‍

Comments

The Daily Star  | English

Fascist remnants still active: Tarique

Urges democratic forces to stay united to take the country forward

2h ago