সিলেট-সুনামগঞ্জে ডাকাতির গুজবে নির্ঘুম রাত

রাস্তায় আতঙ্কিত মানুষ। ছবি: সংগৃহীত

বন্যায় বিদ্যুৎহীন সিলেট মহানগরী, সদর উপজেলা ও সুনামগঞ্জ সদরে রাতভর ডাকাতির গুজব ছড়িয়েছে। বিভিন্ন এলাকার মসজিদের মাইকে ডাকাতি হচ্ছে বলে ঘোষণা দেওয়া হয়।

তবে সেসব এলাকায় অভিযান চালিয়ে ডাকাতের সন্ধান পায়নি পুলিশ। কোনো ডাকাতির ঘটনা ঘটেনি, বরং গুজব ছড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শনিবার দুপুর থেকে সিলেট নগরীসহ জেলার সব অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সন্ধ্যায় নগরীর কিছু অংশে বিদ্যুৎ ফিরলেও বাকি অংশ বিদ্যুৎহীন থাকে। সুনামগঞ্জ জেলা গত বৃহস্পতিবার থেকে বিদ্যুৎহীন।

এ অবস্থায় শনিবার মধ্যরাত থেকে ডাকাতির গুজব ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকার মসজিদে 'ডাকাতি হচ্ছে' বলে ঘোষণা দেয়া হয়। আতঙ্কিত মানুষ লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে আসেন।

সিলেট সদরের টুকেরবাজার এলাকার কাউসার আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ডাকাতি হচ্ছে বলে রাতে মসজিদে মাইকিং হয়। সাবধান থাকতে বলা হয়। এরপর থেকে এলাকার সবাই রাস্তায় লাঠি নিয়ে নামেন। পুলিশও আসে। কিন্তু, কোনো ডাকাতি হয়নি।'

সিলেট নগরীর শামীমাবাদ এলাকার সুমন ইয়াজদানি ডেইলি স্টারকে বলেন, 'রাতে হট্টগোল শুনে বের হই, এলাকায় ডাকাত পড়েছে বলে শুনলেও কোথাও ডাকাতি হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়নি। গুজব হলেও আতঙ্কের কারণে সারারাত নির্ঘুম কেটেছে।'

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ ডেইলি স্টারকে বলেন, 'সদর উপজেলার ঘোপাল এলাকা থেকে প্রথমে জানতে পারি ডাকাতি হচ্ছে। সেখানে যাওয়ার পর দেখা যায় গুজব ছড়িয়েছে। এরপর শাহপুর, নাজিরের গাও, কানিশাইল, শামীমাবাদ, শাহপরাণ, দক্ষিণ সুরমাসহ সিলেট নগরী ও সদর উপজেলার অনেক স্থানে ডাকাতির গুজব শোনা গেছে।'

তিনি আরও বলেন, 'রাতে অন্তত ৩০টি স্থানে অভিযান চালিয়েছি। সারারাত পুলিশ টহল দিয়েছে। কোথাও ডাকাতির ঘটনা ঘটেনি। পুরোটাই গুজব।'

Comments

The Daily Star  | English

AL leaders' houses, businesses smashed

Demolition work on Dhanmondi-32 was on going till filing of this report at 1:30am

3h ago