নিরাপদ সড়ক আন্দোলনে নৈরাজ্য

মির্জা ফখরুল, রিজভী ও খসরুর বিরুদ্ধে সমন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

নিরাপদ সড়ক আন্দোলনের সময় নৈরাজ্য সৃষ্টির জন্য শিক্ষার্থীদের উসকানি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ৩ নেতার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

আগামী ১৪ জুলাই তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অপর ২ নেতা হলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

গত ১২ জুন তেজগাঁও থানার একজন পরিদর্শকের দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম এ আদেশ দেন।

২০১৮ সালের ৬ আগস্ট আওয়ামী লীগ সমর্থিত সংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকা মহানগর হাকিম এইচ এম তোয়াহার আদালতে মামলাটি করেন।

শুনানি শেষে আদালত অভিযোগের তদন্ত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

Comments

The Daily Star  | English

Assault on Santal woman: Accused UP chairman expelled from BNP

He has been expelled from all positions for anti-organisational activities

1h ago