‘কোন নির্বাচন আগে, অন্তর্বর্তী সরকারের এই বিতর্কে যাওয়া উচিত নয়’

রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

আগে স্থানীয় সরকার, না জাতীয় সংসদ নির্বাচন, এই বির্তকে অন্তর্বর্তী সরকারের অংশ নেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, 'এখন এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি অবাধ নির্বাচন করা এবং তার সঙ্গে আরও কিছু আনুষঙ্গিক কাজ আছে, বিভিন্ন সংস্কার আছে। প্রয়োজনীয় সংস্কার যে সময় আছে সেই সময়ে করা সম্ভব।'

'তরুণ প্রজন্ম ভোট কী জানে না। কারণ ১৭ বছর দিনের ভোট রাতে হয়েছে। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নির্বাচন কমিশন ধ্বংস করেছে। এগুলো থেকে উত্তরণ ঘটিয়ে জনগণের মধ্যে আস্থা তৈরি করার জন্যই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে। এটা সরকারের দায়িত্ব,' বলেন তিনি।

রিজভী আরও বলেন, ''আগে স্থানীয় সরকার, নাকি জাতীয় সংসদ নির্বাচন, এই বির্তকে আমার মনে হয়, অন্তর্বর্তী সরকারের অংশ নেওয়া উচিত নয়। বরং এই সরকারকে প্রথমেই জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে।'

তিনি বলেন, 'জনগণ নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে, তারাই নির্ধারণ করবে যে, স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য নির্বাচন কখন হবে।'

'আপনারা দেখেছেন বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন চট্টগ্রাম সিটি নির্বাচনে মহিউদ্দিন চৌধুরী জিতেছে, সিলেট সিটি নির্বাচনে বদর উদ্দিন আহমেদ কামরান জিতেছে, ঢাকা সিটি করপোরেশনে মোহাম্মদ হানিফ জিতেছে। বিএনপির সময়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করায় বিরোধীরা জিতেছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সেটা হয়নি,' বলেন তিনি।

বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, 'আমাদের কিছু কিছু নেতা বা কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখছেন যে, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবে। এগুলো তাদের ব্যক্তিগত অভিমত হতে পারে।'

দেশে আবার ফ্যাসিজমের উত্থান হলে একুশের চেতনাই রুখে দেবে বলেও মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, 'একুশে ফেব্রুয়ারির চেতনা অম্লান চেতনা। এই চেতনা কোনোদিন ম্লান হবে না। যদি আবার কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে, কোনো ধরনের ডিকটেটরের উত্থান ঘটে। একুশে ফেব্রুয়ারি আমাদের দামাল ছেলেদের, এ দেশের জনগণকে আবারও রাজপথে লড়াইয়ে নামতে উদ্বুদ্ধ করবে।'

Comments

The Daily Star  | English

Pope Francis dies at 88

His death came just a day after he delighted the crowds of worshippers at the Vatican on Easter Sunday with an appearance on the balcony at Saint Peter's Basilica.

46m ago