‘বিরোধী দলের সংসদ সদস্যদের জন্য করোনার চতুর্থ ডোজ টিকার ব্যবস্থা করা হবে’

সোমবার সংসদে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: টেলিভিশন থেকে নেওয়া

বিরোধী দলের সংসদ সদস্যদের জন্য বিনামূল্যে করোনার চতুর্থ ডোজ টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন।

আজ সোমবার জাতীয় সংসদে ২০২১–২০২২ অর্থবছরে স্বাস্থ্যসেবা বিভাগের মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাব আলোচনার এক পর্যায়ে স্বাস্থ্যমন্ত্রী এ প্রসঙ্গে কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলা ও টিকার ব্যবস্থা করার বিষয়ে সরকারের বিভিন্ন উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, 'করোনা কীভাবে নিয়ন্ত্রণ করা হলো তা কেউ জানতে চান না। এ বিষয়ে প্রশংসার বাণী কখনো পাইনি।'

বিএনপির উদ্দেশে তিনি বলেন, 'স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যর্থ দেখাতে পারলে সরকারকে ব্যর্থ দেখাতে পারবেন, এটাই তাদের লক্ষ্য।'

পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, 'বিরোধী দল অনেক সাহায্য সহযোগিতা করেন। সংসদ সদস্যরা অনুরোধ করছেন, বিরোধী দলের সদস্যদের করোনার আরেকটি ডোজ টিকা দেওয়া হোক। তৃতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। তাদের বিনামূল্যে চতুর্থ ডোজ টিকার ব্যবস্থাও করা হবে।'

এর আগে স্বাস্থ্যসেবা বিভাগের ছাটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, 'সিন্ডিকেট করে স্বাস্থ্যখাতে বিপুল অংকের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এই দুর্নীতির কারণে মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই খাতে সুশাসনের ঘাটতি আছে।'

চিকিৎসা ব্যবস্থার সমালোচনা করে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, 'সরকারের ভৌত অবকাঠামোতে মনোযোগ বেশি। কারণ রাজস্ব বাজেটে খুব বেশি দুর্নীতি করার সুযোগ নেই। অবকাঠামোতে দুর্নীতি করা যায়, আর ভৌত উন্নয়নও দেখানো যায়।'

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, 'গত ১৩ বছরে বিভিন্ন জেলা-উপজেলা হাসপাতালের জন্য হাজার কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে। কিন্তু সেগুলোর ব্যবহার হয়নি। নষ্ট হয়ে গেছে।'

এ বিষয়টি খতিয়ে দেখতে তিনি একটি সংসদীয় কমিটি গঠনের দাবি জানান।

Comments

The Daily Star  | English

Govt divides tax authority in IMF-backed reform

An ordinance published last night disbands NBR and creates two new divisions

1h ago