করোনার টিকা প্রদানে সফলতা দেখিয়েছে বাংলাদেশ: মার্কিন রাষ্ট্রদূত

টিকা গ্রহণকারী শিশুদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস, মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও প্রসাশনের ঊর্ব্ধতন কর্মকর্তারা। ছবি: স্টার

করোনাভাইরাসের টিকা প্রদানে বাংলাদেশ উল্লেখযোগ্য সফলতা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

আজ বুধবার সকালে নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরি স্কুলে শিশুদের টিকাদান কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পিটার বলেন, 'বাংলাদেশে ৭৫ ভাগ মানুষ করোনা টিকার আওতায় এসেছে, যা বিশ্বে সর্বোচ্চ।'

টিকা কার্যক্রম আরও ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে ১০ কোটি ডোজ টিকা প্রদান করেছে উল্লেখ করে তিনি বলেন, 'বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ৫০ বছরের অংশীদারিত্ব। প্রাথমিক স্বাস্থ্যসেবা ও অন্যান্য বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। জনস্বাস্থ্যসেবার উন্নয়নে আমরা সহযোগিতার হাত আরও বৃদ্ধি করবো।'

নারায়ণগঞ্জে টিকাদান কার্যক্রমের প্রশংসা করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, 'বাচ্চারা খুবই সাহসী। তারা কেউই টিকা নিতে ভয় পায়নি।'

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেন, 'আমরা বরাবরই ইপিআই কার্যক্রমে এগিয়ে ছিলাম। করোনার টিকা প্রদান কার্যক্রমেও আমরা একইভাবে কাজ করে যাচ্ছি। আমাদের অনেকেই লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন। এখনও যারা টিকাদান কর্মসূচির বাইরে রয়েছেন, তাদেরও খুঁজে বের করে এই কার্যক্রমের আওতায় আনা হবে।'

ইউএসএআইডির অর্থায়নে ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহযোগিতায় কমিউনিটি হেলথ সিস্টেম প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জে শিশুদের করোনার টিকা প্রদান কর্মসূচি বাস্তবায়ন করছে বেসরকারি সংস্থা ব্র্যাক।

Comments

The Daily Star  | English

Leading univs withdrawing from cluster system

Session delays, irregularities, and lack of central planning cited as reasons

10h ago