শাহজালাল বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ব্যাংকের নতুন বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ
রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন একটি বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ চালু করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক।
আজ শনিবার সকালে বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ প্রধান বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বুথ স্থাপনের ফলে প্রবাসী শ্রমিকরা উপকৃত হবেন।
তিনি আরও বলেন, সরকার অভিবাসী শ্রমিকদের জন্য বিভিন্ন সেবা সহজ করতে এবং তাদের সুস্থতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিমানবন্দরের প্রস্থান টার্মিনালে মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ডেস্কের পাশে বুথটি স্থাপন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, নতুন বুথে অভিবাসী শ্রমিকরা মার্কিন ডলারসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রার বিনিময় করতে পারবেন। বিমানবন্দরে ব্যাংকের আরও একটি বুথ রয়েছে যেখানে বিদেশফেরত অভিবাসী শ্রমিকরা টাকার বিনিময়ে বৈদেশিক মুদ্রা বিনিময় করতে পারেন।
Comments